নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মাঠে গরুর ঘাস কাটতে গিয়ে আকস্মিক বজ্রপাতে লোকমান আলী (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। তিনি গাভী পালন ও দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
গতকাল শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানী ময়নাখাঁ মাগুরাগাড়ী মাঠে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত বৃদ্ধ ওই এলাকার মৃত জেল হোসেনের ছেলে। তিনি ময়নাখাঁ আশ্রয়ণ কেন্দ্রে বসবাস করতেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, বৃদ্ধ লোকমান দুপুর পর মাগুরাগাড়ী মাঠে গরুর ঘাস কাটতে যান। এসময় আকাশে মেঘ করে হালকা বাতাস শুরু হয়। হঠাতই বজ্রপাতে ঘটনাস্থলেই বৃদ্ধ মারা যান। মাঠেই পড়েছিল তার মরদেহ। কৃষকেরা মাঠে গিয়ে মরদেহ দেখে স্থানীয় লোকজনকে খবর দেয়।
সিংজানী গ্রামের আতাউর রহমান আতা এ তথ্য নিশ্চিত করে জানান, আশ্রয়ণ কেন্দ্রের পাশের কবরস্থানে ওই বৃদ্ধের দাফন সম্পন্ন করা হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।