শফিকুল ইসলাম : গ্রামকে শহর বানানোর উদ্যোগ নিয়ে কুড়িগ্রামের চররাজিবপুরে একটি প্রত্যন্ত অঞ্চলে ১৬’শ মিটার রাস্তার উন্নয়ন করণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সাড়ে ১১ টার দিকে আছান মেম্বারের বাড়ি হতে জাউনিয়ারচর হাইস্কুল পর্যন্ত রাস্তাটির পাঁকা করণের কাজের শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি।
গ্রামকে শহর বানানো হবে, কোন রাস্তাই অবহেলিত থাকবে না, শুভ উদ্বোধনের সময়ে তিনি এসব কথা বলেন।
শুভ উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন চররাজিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা নিবার্হী অফিসার অমিত চক্রবর্তী, চররাজিবপুর সদর ইউপি চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াছ, চররাজিবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আজীম উদ্দিন, রফিকুল ইসলাম মুকুলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
রাস্তাটি কাজের বাস্তবাায়ন করবেন স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অধিদপ্তর কুড়িগ্রাম।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।