মো. শাহ্ জামাল, জামালপুর সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জের কাইজেরচরে সৌরবিদ্যুৎ স্থাপনের প্রতিবাদে ৫ এপ্রিল মানবন্ধবন ও বিক্ষোভ মিছিল করেছেন কৃষকরা। সহ¯্রাধিক কিষাণ-কিষাণী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
প্রখর রোদের মধ্যে কর্মসূচিতে একাত্বতা পোষণ করে বক্তব্য রাখেন-বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন রেজা, কৃষক সমিতির যুগ্ম সম্পাদক জাহিদ হোসেন, সাবেক জেলা সিপিবির সভাপতি আলী আক্কাস, স্থানীয় কৃষক আশরাফুল আলম, জাহিদ হাসান, আয়েজ উদ্দিন প্রমুখ।
বক্তারা কৃষকদের ফসলি জমি কেড়ে নিয়ে এই সৌর প্ল্যান স্থাপনের ফলে কয়েক হাজার কৃষক নিঃস্ব হবে। এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার অনুরোধ জানানো হয়।
অপরদিকে এই প্রকল্পের (আরপিসিএল) কর্মকর্তা কাওসার আহমেদ জানান-যমুনা নদীর বিশাল চরের জমি স্থানীয়রা যে যেভাবে খুশি দখলে নিয়েছেন। মুলত: এখানে বিশাল এলাকা খাস জমি। সরকারের ইচ্ছা যাদের জমি ও ঘরবাড়ি আছে, তাদেরকে সরকার প্রকল্পটি বাস্তবায়নের আগে ক্ষতিগ্রস্থদের পূণর্বাসন করবেন। এজন্য সবার আগে সরকার পূণর্বাসনের কাজ শুরু করেছেন। যা কৃষকরা এখনো বুঝতে পারছেন না।
কিভাবে পূণর্বাসন করা হবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিশাল এলাকাতে আবাসনের জন্য মাটি কাটা শুরু হয়েছে। আবাসনে থাকবে প্রতিজনের জন্য একটি বাড়ি, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট, মসজিদ, ঈদগাহমাঠ, কবরস্থান, মিলকারখানাসহ অন্যান্য বিষয়। আবাসন বাস্তবায়নের পর সৌরবিদ্যুতের কাজ সম্পন্ন করার কথা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।