বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুই বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার (৩ এপ্রিল) দুপুরে মেরুরচর ইউনিয়নের খেওয়ারচর গ্রামের কম্বল মিয়াকে এসব বিতরণ করা হয়।
ঢেউটিন ও চেক বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।