লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন,দেশ ও জাতির উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আবারো সরকার গঠনের সুযোগ দিতে হবে।
প্রতিমন্ত্রী,জামালপুর ইসলামপুর গোয়ালের চর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্দ্যোগে সভুকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মত বিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি বলেন,আজকে সেই বিএনপি ভোট নিয়ে কথা বলে। যে বিএনপির নেত্রী খালেদা জিয়া নিজে তাচ্ছিল্য করে বলেছিল ‘পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নেই।’ তারা নিরপেক্ষ র্নিদলীয় তত্ত্বাবায়ক সরকার দাবি করছে।
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগ সরকার দীর্ঘমেয়াদি ডেল্টা-২১০০ পরিকল্পনা গ্রহণ করেছে। সেভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম,সহ সভাপতি আঃ রাজ্জাক লাল মিয়া,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,কৃষি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শিবলী,উপ দপ্তর সম্পাদক অংকন কর্মকার,ত্রান সম্পাদক সালাউদ্দিন শাহ, জেলা শ্রমিক লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম চান,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাও. মোশারফ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।