সেবা ডেস্ক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব নির্বাচিত রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন এর সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রেসিডেন্ট ব্যারিস্টার সামীর সাত্তার।
গতকাল বুধবার (৫ এপ্রিল) নব নির্বাচিত রাষ্ট্রপতি মো. শাহবুদ্দিন কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার।
এ সময় ডিসিসিআই সিনিয়র সহ-সভাপতি জনাব এস এম গোলাম ফারুক আলমগীর (আরমান) এবং সহ-সভাপতি জনাব মোঃ জুনায়েদ ইবনা আলীও উপস্থিত ছিলেন।
ডিসিসিআই'এর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করাসহ দেশের বিভিন্ন অর্থনৈতিক উন্নয়নমুলক কর্মকাণ্ডে রাষ্ট্রপতির সহায়তাও চেয়েছেন ঢাকা চেম্বার অব কমার্সের নেতারা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।