সেবা ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আলিরপাড়া গ্রামে ছাগল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে আবুল হাসেম দুলাল (৪৫) নামে এক ব্যক্তি খুনের ঘটনায় ৫২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
গতকাল শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে বকশীগঞ্জ থানায় ওই মামলা হয়। উক্ত মামলায় বগারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম লিচুকে আসামি করা হয়েছে। মামলার বাদী নিহত আবুল হাসেম দুলালের ভাই রেজাউল করিম।
মামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামে ২৬ এপ্রিল ছাগল নিয়ে একটি তুচ্ছ ঘটনায় দু’পক্ষের মধ্যে ঝগড়া ও কথা কাটাকাটির হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে ২৭ এপ্রিল দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের ছুড়ে মারা টেটাবিদ্ধ হয়ে আবুল হাসেম দুলাল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
এ ঘটনায় ২৭ এপ্রিল বকশীগঞ্জ থানা পুলিশ আলীরপাড়া গ্রাম নিবাসী বগারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু (৫৬), নজরুল ইসলাম লিচুর ছোট ভাই বিপ্লব মিয়া (৩০), ভোসর ব্যাপারির ছেলে মানিক মিয়া (৫৬), রফিকুল ইসলামের ছেলে মাসুম মিয়া (২৭), আবু মিয়ার ছেলে আনোয়ার (২৫) ও কালাম মিয়ার ছেলে রিপনসহ (২৬) ছয়জনকে আটক করে।
এ বিষয়ে শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে নিহত আবুল হাসেম দুলাল মিয়ার ভাই রেজাউল করিম বাদী হয়ে নামীয় ৪০ জনসহ ৫২ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় অন্যান্য আসামির তালিকায় বগারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম প্রামানিক ও সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম লিচুর নাম রয়েছে।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচুসহ আটক ছয়জন নামীয় আসামি হওয়ায় মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।