শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর একতা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সার্বজনীন বাসন্তী পূজা উপলক্ষে মাতৃ সম্মাননা অনুষ্ঠান ও বিশ্বশান্তি কামনায় ধর্মীয় আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
পশ্চিম মনকিচর একতা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২৭শে মার্চ থেকে ষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হয়ে শুক্রবার (৩১ মার্চ) পর্যন্ত নৃত্য ও সংগিতানুষ্ঠান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে ৫দিন ব্যাপী বাসন্তী দেবীর সার্বজনীন এ পূজার্চনা সম্পন্ন হয়। তিনদিন পূজায় পৌরহিত্য করেন পন্ডিত শ্রী খোকন চক্রবর্ত্তী ও উত্তম চক্রবর্ত্তী। চন্ডী পাঠক হিসেবে ছিলেন বাবু সরোজ দেবনাথ।
রনজিত সুশীল রন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় সভায় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শীলকূপ ইউপির চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, ইউপি সদস্য সিদ্দিক আকবর বাহাদুর। নিউটন সুশীলের সঞ্চালনায় এ সময় ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীযুক্ত বাবু খোকন চক্রবর্ত্তী।
এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব দাশ, সাধারণ সম্পাদক ঝুন্টু দাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কান্তি সুশীল, সাজু দাশ, জিকু সুশীল, সমাজ কল্যাণ সম্পাদক সুব্রত দত্ত, বাঁশখালী উপজেলা শীল সমিতির সভাপতি মাষ্টার দোলন কান্তি সুশীল, সহ-সভাপতি বাবু দুলাল সুশীল, ধর্মবিষয়ক সম্পাদক বাবু দিপংকর সুশীল, সমাজকল্যাণ সম্পাদক বাবু রনধীর সুশীল, সদস্য বাবু বিজয় শংকর সুশীল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বাবু ডা. রাখাল সুশীল, সহ-সমাজকল্যাণ সম্পাদক বাবু প্রকাশ শীল, দপ্তর সম্পাদক বাবু আশীষ সুশীল,জয়প্রকাশ দত্ত, মিল্টন দেব সহ অত্র ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীলকূপের পশ্চিম মনকিচর গ্রামে ১৪১৯ বাংলা থেকে গ্রামবাসীর উদ্যোগে বাসন্তী দেবীর পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। চৈত্র মাসের শুক্লপক্ষের বাসন্তী পুজোই বাঙ্গালীর আদি দূর্গাপূজো ছিল। যদিও এখন আশ্বিন শুক্লপক্ষের দুর্গাপুজো রাষ্ট্রিয় সম্মাননার মধ্যদিয়ে ৫দিনব্যাপী শারদীয় উৎসব পালন করে হিন্দু ধর্মীয় লোকজন। মানব কল্যাণের তরে ইতিহাসে সুরথ রাজা বসন্ত কালে এ সংকল্পে পূজাচর্না করেছিলেন বলে এই পূজার নাম বাসন্তী পূজা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।