জামালপুর সংবাদদাতা : শেরপুরের অপহরণ-ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবুল তিলক দাস (২৬)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
৪ এপ্রিল দিবাগত মধ্যরাতে ঢাকার গাজীপুরে অভিযান চালিয়ে ভোগড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত বাবুল তিলক দাস ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার নয়নবাড়ির পরেশ তিলক দাসের ছেলে। জামালপুর র্যাব-১৪ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে প্রকাশ, শেরপুরের এক কলেজ ছাত্রীকে প্রেম নিবেদন করে আসছিল। একপর্যায়ে ২০১৯ সালের ২৪ আগস্ট নকলা ম্যানেজার মার্কেটের সামনে থেকে ওই ছাত্রীকে অপহরণ করে ঢাকার গাজীপুরে নিয়ে আটক রাখে। ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
এ ঘটনায় ৬ সেপ্টেম্বর নকলা থানায় একটি মামলা (নং-৬) দায়ের হয়। মামলার পর থেকেই আসামী বাবুল পলাতক থাকে। মামলাটি দীর্ঘ শোনানি শেষে সন্দেহাতীতভাবে দোষি সাব্যস্ত হওয়ায় আসামী বাবুলের বিরুদ্ধে শেরপুরের নিশু-নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক আখতারুজ্জামান ২০২২ সালের ২১ এপ্রিল যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। একই সাথে ২০ হাজার টাকা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।