শফিকুল ইসলাম : রৌমারীতে জুয়াখেলার অপরাধে ৮ জন জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বলদমারা গ্রামের আব্দুল সালামের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এসময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ জব্দ করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার বলদমারা গ্রামের আব্দুস সামাদ এর পুত্র আব্দুস সালাম (৪৫), বাইটকামারী গ্রামের আব্দুস সবুর এর পুত্র সেকেন্দার আলী (২৭), পাখিউড়া গ্রামের তালেব আলীর পুত্র হাবিল উদ্দিন (৪০),বাগুয়ারচর গ্রামের মৃত বিনোদ আলী পুত্র আবু বক্কার (৫০), চিলমারী চরখেদাইমারী গ্রামের মৃত জমসের আলীর পুত্র মকবুল হোসেন (৫৬), বাগুয়ারচর গ্রামের মৃত আঃ গনির পুত্র আব্দুল খালেক (৫০), চর খেদাইমারী গ্রামের মৃত জয়নাল আবেদীন এর পুত্র সামছুল আলম (৫১), পাখিউড়া গ্রামের পিতা-মৃত সানাউল্লার পুত্র নজরুল ইসলাম (৩৮)।
রৌমারী থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার আটকের সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে জুয়া আইনে ১৮৬৭ সালের জুয়া আইনের ধারা মোতাবেক থানায় একটি মামলা হয়েছে। পরে আসামীদের কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।