সেবা ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি প্রতিষ্ঠান ।
গতকাল ২৪ এপ্রিল সকাল ৭টায় ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া মোড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
স্থানীয়রা জানান, ২৪ এপ্রিল সকালে মেসার্স পিএম ইলেক্ট্রনিকস মার্কেটের সোনাহার স্টোরের ফ্রিজের যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন বুঝে উঠার আগেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।
এসময় আগুনের তীব্রতায় ব্যবসায়ী সোনাহার মিয়ার সোনাহার স্টোর ও মীম এন্টার প্রাইজের ডিলার মাজেদুর রহমান মাজেদের মজুদ থাকা বিভিন্ন খাদ্য পণ্য পুড়ে যায়। এছাড়াও পিএম ইলেক্ট্রনিকস এর বিভিন্ন মালামাল রক্ষা করতে গিয়েও ব্যাপক ক্ষতি সাধিত হয়। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন।
তবে আগুনে পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি মির্ধাপাড়া মোড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।