সেবা ডেস্ক : বোয়ালখালীতে সনাতন হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী বাসন্তী পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী।
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বাসন্তী পূজা পরিদর্শন |
৩০শে মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় একুশে পদক প্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তী লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস এর স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও দেশের অন্যতম সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বোয়ালখালীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক শ্রী বিপ্লব জলদাস, সহ-সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব বকুল বড়ুয়া। শিক্ষক প্রদুল কান্তি দে, রমেশশীল শিল্পীগোষ্ঠীর পরিচালক সুলাল শীল, চন্দ্রিকা শীল, সুস্মিতা দে প্রিমা, পুষ্পিতা দে ত্রিমা, শান্তা শীল, বৃষ্টি শীল, দীপা শীল, পূজা শীল, রুমা শীল, তন্ময় শীল, ওপেল শীল, আর্দা শীল, মিষ্টি শীল প্রমুখ।
উল্লেখ্য : চৈত্র মাসের শুল্ক পক্ষের ষষ্ঠী তিথি থেকে বাসন্তী পূজা শুরু হয়েছে। চলবে দশমী তিথি পর্যন্ত।
দশমী পূজার মধ্য দিয়ে ৩১শে মার্চ শুক্রবার বাসন্তী পূজা শেষ হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।