উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শনিবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপি ‘বর্তমান সরকারের পতন' সহ ১০ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে নেতা-কর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি পালন করেছে।
ইউনিয়ন পর্যায়ের পদযাত্রায় বিএনপির উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেয়।
উল্লাপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আব্দুল ওয়াহাব জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। প্রশাসন ও ক্ষমতাশীন দলের হুমকি ধুমকিকে উপেক্ষা করে উপজেলার পঞ্চক্রোশী, লাহিড়ী মোহনপুর, পূণিমাগাঁতী, বাঙ্গালা ও বড়হর সহ বিভিন্ন ইউনিয়নে এ কর্মসূচি পালন করে দলীয় নেতা-কর্মীরা।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।