নন্দীগ্রামে দুটি কেন্দ্রে একটিও ভোট পাননি দুই প্রার্থী

S M Ashraful Azom
0

 : বগুড়া-৪ (নন্দীগ্রাম ও কাহালু) সংসদীয় আসনের উপ-নির্বাচনে নন্দীগ্রাম উপজেলার দুটি কেন্দ্রে একটিও ভোট পাননি দুই প্রার্থী। 

নন্দীগ্রামে দুটি কেন্দ্রে একটিও ভোট পাননি দুই প্রার্থী



 রণবাঘা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একটিও ভোট পাননি স্বতন্ত্র প্রার্থী মোশফিকুর রহমান কাজল (ট্রাক প্রতীক) এবং কুন্দারহাট ইনছান আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একটিও ভোট পাননি জাকের পার্টি মনোনীত আব্দুর রশিদ সরদার (গোলাপ ফুল)। 

সিংজানী সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে মাত্র ১টি ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস আলী (কলার ছড়ি) এবং নিনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১টি ভোট পেয়েছেন বাংলাদেশ কংগ্রেস মনোনীত তাজ উদ্দীন মন্ডল (ডাব)।

 

গত বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই সংসদীয় শূন্য আসনের উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ বিরতিহীনভাবে সম্পন্ন হয়েছে। 


সহকারি রিটার্নিং কর্মকর্তা ও নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত স্বাক্ষরিত ফলাফলের তালিকা সুত্রে জানা যায়, রণবাঘা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭২৬জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬৫৯জন ভোটার। মশাল প্রতীকে ভোট পড়েছে ১৯৭টি, গোলাপফুল ১৬৪, একতারা ১৬১, কলারছড়ি ২, কুড়াল ১১৫, দালান ৮, ডাব ৩, ট্রাক ০ এবং লাঙ্গল পেয়েছে ৯টি। কুন্দারহাট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৬৯৩জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৭৯৯জন ভোটার। মশাল প্রতীকে ভোট পড়েছে ৩১টি, গোলাপফুল ০, একতারা ৯৩, কলারছড়ি ৬, কুড়াল ৮৯, দালান ৫৫০, ডাব ১০, ট্রাক ১৩, লাঙ্গল পেয়েছে ৭টি। সিংজানী কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৮৩জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫০৭জন ভোটার। মশাল প্রতীকে ভোট পড়েছে ৬০টি, গোলাপফুল ৫, একতারা ১৩১, কলারছড়ি ১, কুড়াল ১০১, দালান ১৬৭, ডাব ১৪, ট্রাক ২০, লাঙ্গল পেয়েছে ৮টি। নিনগ্রাম কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ হাজার ১৫৪জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩৭৮জন ভোটার। মশাল প্রতীকে ভোট পড়েছে ৩৪টি, গোলাপফুল ১০, একতারা ১৭০, কলারছড়ি ২, কুড়াল ৫৮, দালান ৯০, ডাব ১, ট্রাক ২, লাঙ্গল পেয়েছে ১১টি। 

কাহালু ও নন্দীগ্রাম সংসদীয় আসনের উপ-নির্বাচনের ফলাফল অনুযায়ী, ১৪ দল মনোনীত জাসদের একেএম রেজাউল করিম তানসেন (মশাল) ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম হিরো আলম (একতারা) ১৯ হাজার ৫৭১ ভোট পেয়েছেন। জাতীয় পার্টি মনোনীত শাহীন মোস্তফা কামাল ফারুক (লাঙ্গল) ৬ হাজার ৪৪৬ ভোট, জাকের পার্টি মনোনীত আব্দুর রশিদ সরদার (গোলাপ ফুল) ৪ হাজার ৬৪ ভোট, বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দীন মন্ডল (ডাব) ৩ হাজার ৫৬৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান সিদ্দিকী জুয়েল (কুড়াল) ১০ হাজার ৪৪২ ভোট, স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস আলী (কলার ছড়ি) ৮৪৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা (দালান) ২ হাজার ৩৯০ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোশফিকুর রহমান কাজল (ট্রাক) ১০ হাজার ৭৯১ ভোট পেয়েছেন। এই আসনের মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯। এরমধ্যে কাহালুতে ৯০ হাজার ৯৬৩ জন নারী এবং ৮৯ হাজার ৮৮০ জন পুরুষ ভোটার। নন্দীগ্রামে ৭৪ হাজার ৪৭১জন নারী এবং ৭৩ হাজার ১৫৫ জন পুরুষ ভোটার। 




শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top