জামালপুর সংবাদদাতা : জামালপুরে যক্ষা নির্মূল শীর্ষক আলোচনা সভা ২০ ফেব্রুয়ারি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এর আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে জেলা নাটাবের সভাপতি সাংবাদিক তানভীর আহমেদ হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ইকবালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক এস এম আসাদুল্লাহ, নাটাবের মাঠ কর্মকর্তা কামরুজামান প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।