নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নিয়মবহির্ভূত ও নিয়োগ বাণিজ্যের অভিযোগের মুখে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা এলাকার দামগাড়া সিদ্দিকীয়া ফাযিল স্মাতক মাদ্রাসার নিয়োগ নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্থগিতের বিষয়টি শনিবার নিশ্চিত করেছেন মাদ্রাসার অধ্যক্ষ একেএম আব্দুস ছালাম। নিয়োগ প্রার্থীদের ফোন করেও তিনি বিষয়টি জানিয়েছেন।
জানা গেছে, মাদ্রাসার অধ্যক্ষ ও গভর্নিং কমিটির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে অনিয়ম ও নিয়মবহির্ভূত নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে গত বুধবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক ও নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন মাদ্রাসার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের প্রার্থী জাহিদ হাসান। তার অভিযোগ, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস ছালাম সহ কমিটির লোকজন অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদের জন্য নিয়োগ নিতে হলে মোটা অংকের টাকা দাবি করেছেন।
অন্যদিকে মাদ্রাসার অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর (পুরুষ) এবং পরিচ্ছন্নতা কর্মী (পুরুষ) দুই পদে শনিবার বিকেল ৩টায় বগুড়া সদর উপজেলা শহরের ঠনঠনিয়া এন,এ,এন ফাযিল মাদ্রাসায় গ্রহণের প্রস্তুতি নেয় দামগাড়া মাদ্রাসা কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট মাদ্রাসা ছাড়া অন্য কোথাও নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এ নির্দেশনা থাকলেও তা মানা হয়নি।
দামগাড়া মাদ্রাসার অধ্যক্ষ একেএম আব্দুস ছালাম বলেন, নিয়োগ নির্বাচনী পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। যদি কোনো প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়, সেটা মাদ্রাসার গভর্নিং বডি বুঝবে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন বলেন, সংশ্লিষ্ট মাদ্রাসা ছাড়া অন্য কোথাও নিয়োগ পরীক্ষা নেওয়া হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।