বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রত্যুষে দিবসটি উপলক্ষে এনএম উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহিদ মিনারে বিনম্র শ্রদ্ধা জানান রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজ এর শিক্ষক-শিক্ষার্থীরা।
শহিদ মিনারে রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের পক্ষে উপাধ্যক্ষ কামরুজ্জামান হেলাল ও সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেন এর নেতৃত্বে ওই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহিদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।