নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে পৌরসভার ৯টি ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থা ও ড্রেনসহ বিভিন্ন উন্নয়ন কাজের জন্য কোটি টাকার টেন্ডারের লটারি ড্র উদ্বোধন করা হয়েছে। এডিপি ৫০ লাখ ও রাজস্ব তহবিলের ৫০ লাখ টাকা ব্যয়ে উন্নয়নকাজ করা হবে।
বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সভাকক্ষ ধানসিঁড়িতে লটারি ড্র উদ্বোধন করেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।
এসময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রায়হানুল ইসলাম, কাউন্সিলর আবু সাঈদ মিলন, রফিকুল ইসলাম অপু, সাইফুল ইসলাম, সাইদুল ইসলাম মিলন, আকরাম হোসেন, জুলফিকার আলী, শাহিরুল ইসলাম, নুরুন্নাহার মিষ্টি, ববিতা খাতুন, সেলিনা আক্তার, সহকারী প্রকৌশলী অসীম চন্দ্র, ঠিকাদার দুলাল হোসেন, শামসুল ইসলাম, মোফাজ্জল বারী, জহরুল মাস্টার, ফিরোজুর রহমান ফিরোজ, এনামুল হক রঞ্জু, জালাল উদ্দিন, সানোয়ার হোসেন মিলন, আবু নোমান, আবু সাঈদ প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।