লিয়াকত হোসাইন লায়ন জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার বকশিগঞ্জ নিবাসী বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী (বীর প্রতীক) এর মৃত্যুতে গভীর ও শোক ও দু:খ প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান, এমপি।
আজ এক শোক বার্তায় ধর্ম প্রতিমন্ত্রী মরহুমের বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী'র অসীম সাহসিকতা ও বীরত্বের কথা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
দেশ মাতৃকার স্বাধীনতা অর্জনে রণাঙ্গনের সৈনিক এ বীর মুক্তিযোদ্ধা পরবর্তী প্রজন্মের নিকট অনুপ্রেরণার উৎস হয়ে বেঁচে থাকবেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।