জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে বড় ভাই মোঃ বায়জিদ তালুকদার (৫৫)’র মৃত্যুর খবরে ছোট ভাই মোঃ লেবু তালুকদারের মৃত্যু হয়েছে। একই সাথে দুই ভাইয়ের জানাজা-কাফন দাফন সম্পন্নের খবরটি শোকাহত এলাকায় পরিণত হয়েছে।
ঘটনাটি ঘটেছে, ৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টার দিকে মেলান্দহ উপজেলার হরিপুর গ্রামে।
জানা গেছে, হরিপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী বায়জিদ তালুকদার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাই লেবু তালুকদার চিৎকার দিতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। মুহুর্তেই শোকসংবাদটি এলাকায় ছড়িয়ে পড়ে। পরদিন হরিপুর ঈদগাহ মাঠে বাদ জোহর দুই ভাইয়ের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।#
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।