বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রাণি সম্পদ প্রদর্শনী শনিবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে বকশীগঞ্জ সরকারি টেক্সটাইল ভোকেশনাল মাঠে দিনব্যাপি ওই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এতে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবদুল মান্নান।
সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নাজমুন নাহারের সঞ্চলনায় এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা , জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য শিলা সারোয়ার , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. শাহরিয়ার মাহমুদ আরমান, উপজেলা ডেইরী ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মোকারেছ খোকন, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমুখ।
আলোচনা সভা শেষে ৪০ টি প্রাণি সম্পদ স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। পরে প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।