নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে দিনব্যাপী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, কবুতর, ঘাস, খাদ্য, মুরগীসহ বিভিন্ন পশু পাখি প্রদর্শনী এবং খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার দুপুর ১২টায় এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ব্যবস্থাপনায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রদর্শনী মেলার আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়। ডা. শর্মী দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডা. শরিফুল ইসলাম, খামারি রেজাউল করিম বাবু, সাংবাদিক ফজলুর রহমান ও আব্দুল বারিক প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।