লিয়াকত হোসাইন লায়ন : জামালপুরে ইসলামপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয়ে কার্যক্রম বাস্তবায়নের লক্ষে ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধানের চারা রোপন কার্যক্রম শুভ উদ্বোধন করেছেন জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।
বুধবার ইসলামপুর সদর ইউনিয়নের শংকপুর গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চারা রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপর পরিচালক কৃষিবীদ জাকিয়া সুলতানা, জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপ-পরিচালক হারুন অর রশীদ ও সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহিন।
উদ্বোধন অনুষ্ঠানের পরিচালনা করেন ইসলামপুর উপজেলা কৃষি অফিসার এএলএম রেজুয়ান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।