সেবা ডেস্ক : সিরাজগঞ্জের কাজিউপজেলার চরভানুডাঙ্গায় একটি কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেল তিনটায় এই ক্লিনিকটির শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের ৬২ সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকেও চিকিৎসা সেবার আওতায় নিয়ে আসতে এই ক্লিনিক স্থাপন করেছেন।
বিশেষ করে গর্ভবতী ও প্রসূতি মায়েদের আস্থার জায়গায় পরিনত হয়েছে দেশের সব কমিউনিটি ক্লিনিকগুলো।তারই ধারাবাহিকতায় আজকে চরভানুডাঙ্গাবাসির জন্যে এই ক্লিনিকের যাত্রা শুরু হলো।
এই ক্লিনিক থেকে চরভানুডাঙ্গার প্রায় সাড়ে ছয় হাজার মানুষ চিকিৎসাসেবা পাবেন বলে জানান কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে নির্মিত এই ক্লিনিকটির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাবেক সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আতিকুর রহমান মুকুল, সোনামুখী ইউনিয়নের চেয়ারম্যান, শাজাহান আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জল কুমার ভৌমিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, এনামুল হক রাজু, সিএইচসিপিও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।