বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে প্রশিক্ষিত ইমাম, খতিব, আলেম-ওলামেদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ,সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা সমস্যা নিরসনে ইমাম সম্মেলন সোমবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়।
বকশীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রাফিউজ্জামান।
ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা মডেল মসজিদের খতিব মওলানা এনায়েত উল্লাহ, মওলানা আ: রাজ্জাক, মুফতী মুহিব হাসান, মওলানা হামিদুল ইসলাম প্রমুখ।
ইমাম সম্মেলনে বিভিন্ন মসজিদের ইমাম ও ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।