মোঃ মোস্তাইন বিল্লাহ : জামালপুরের দেওয়ানগঞ্জে বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) শিক্ষার্থী দের মাঝে উপজেলা সমাজ সেবা অফিসের সহযোগিতায় সুবর্ন নাগরিক কার্ড বিতরন অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন ২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার বাবু জয়কৃষ্ণ সরকার,মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে ফাতেমা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আহসান হাবিব এবং সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, মোহনা টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি ওসমান হারুনী সহ স্থানীয় সুধীবৃন্দ।
আলোচনা শেষে স্কুলের শিক্ষার্থীরা সুবর্ন নাগরিক কার্ড হাতে পেয়ে অত্যান্ত খুশি।
শুরুতে কুরআন ও গীতা পাঠ,জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।আলোচনা সভা, পরস্কার বিতরণ ও সব শেষে গান পরিবেশন করে স্কুলের শিক্ষার্থীরা।
আমন্ত্রিত অতিথি বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।