লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকসিগঞ্জে সেন্ট আন্দ্রে ব্যাসেট ক্যাথেলিক মিশন শিক্ষা প্রতিষ্ঠানে খ্রিষ্টান ধর্মালম্বিদের ফাদার,সিস্টার ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
শনিবার বিকালে লাউচাপড়া আন্দ্রে ব্যাসেট ক্যাথেলিক মিশন শিক্ষা প্রতিষ্ঠানের হলরুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী মত বিনিময় সভায় কচিকাঁচা শিক্ষার্থীদের জীবন মান উন্নতির লক্ষে শিক্ষার সকল সুবিধা পেতে সহযোগিতার আশ্বাস দেন।
ফাদার ডমেনিক সরকারের সভাপতিত্বে,সিস্টার শোভা দাসের সঞ্চালনায় এসময় ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুজিবুর রহমান শাহজাহান,অধ্যক্ষ জামাল আব্দুল নাছের চৌধুরী চার্লেছ,ফরিদ উদ্দিন আহমেদ,সাবেক জেলা পরিষদ সদস্য আঃ রাজ্জাক লাল মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।