শফিকুল ইসলাম : চররাজিবপুরে রুহি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান পরশের অর্থায়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে শুভসংঘ।
রবিবার সকাল ১১ টায় প্রেসক্লাব চররাজিবপুর উপজেলা শাখার কার্যালয়ে দুই শতাধিক শীতার্তদের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতে কম্বল পেয়ে হালিমা খাতুন বলে (৫৯) বলেন, কম্বল অনেক মোটা, গায়ে দিলে শীত লাগবো না। এই কম্বলটা পেয়ে খুশি লাগতেছে ।
রুহি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান পরশ জানান, এবার সারাদেশে আমরা এক হাজারের বেশি শীতবস্ত্র বিতরণ করেছি। এরই ধারাবাহিকতায় চররাজিবপুরের বিভিন্ন স্থানে কর্মসূচি নেওয়া হয়েছে। গত বছর এ উপজেলায় বন্যার্তদের মাঝে ৪৫০ টি ঈদ উপহার প্যাকেজ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চররাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম, চররাজিবপুর বাজার বণিক সমিতি সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রভাষক আব্দুস সবুর ফারুকী, চররাজিবপুর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বেলাল সরকার, চররাজীবপুর ইউপি চেয়ারম্যান মিরন মো. ইলিয়াস, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, আশরাফুল ইসলাম বাবু, চররাজিবপুর সাবেক ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম ও জাহিদুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।