সেবা ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে বাংলাদেশ-ভারতের সীমানা এলাকায় আন্তর্জাতিক সীমানা পিলার হারিয়ে/উধাও হয়েছে। এ নিয়ে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ একাধিকবার পতাকা বৈঠক হয়েছে।
আজ বুধবার (৮ ফেব্রুয়ারী) এ ঘটনা জানাজানি হলে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের স্থলবন্দর সংলগ্ন আন্তর্জাতিক সীমানা পিলার ১০৮৩ এর ১২টি পিলারটি উধাও হয়। তবে কবে সীমান্ত পিলারটি খোয়া যায় সেটি জানা যায়নি।
হাতির পায়ের তলা পিষ্ট হয়ে পিলারটি সরে গেছে বা স্থানীয় একটি দুষ্ট চক্র এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
৩৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানান, এ নিয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে একাধিকবার পতাকা বৈঠক হয়েছে। এছাড়াও সীমানা পিলার উদ্ধারে স্থানীয়দের সাথে অলোচনা অব্যহত রয়েছে। এ নিয়ে স্থানীয় থানায় একটি সাধারন ডাইরীও করা হয়েছে। তবে কৃষকদের সীমান্তে যেতে বাধা নেই বলেও জানান তিনি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।