শফিকুল ইসলাম : কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা পরিষদ হল-রুমে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বি (ভার:), উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, বন্দবেড় ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.আব্দুল কাদের সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা, দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান এসএম রেজাউল করিম, শৌলমারী ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, যাদুরচর ইউপি চেয়ারম্যান মো. সরবেশ আলী, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা দু:স্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।