জামালপুর সংবাদদাতা: আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মির্জা আজম এমপি বলেছেন, আগামী দিনের সকল নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
এ জন্য সামনের দিনে কেও কারোর সাথে বিরোধে জড়াবেন না। স্থানীয় পর্যায়ে দলীয় কোন্দল রাখা যাবে না। সবকিছু ভুলে বিরোধী দলীয় ষড়যন্ত্রের প্রতিহত করার উপর গুরুত্বারোপ করেন।
মির্জা আজম ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় জামালপুরের মেলান্দহের ঘোষেরপাড়া ইউনিয়ন বেলতৈল উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক আতাউর রহমান আলতাবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহম্মেদ চৌধুরী, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সম্পাদক মো. জিন্নাহ, সাবেক মেয়র হাজী দিদার পাশা, জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম লাবলু, ঘোষেরপাড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান লিটু এবং ইউনিয়ন আ’লীগের সম্পাদক মোবাশি^র হাসান প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।