ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলে ঘাটাইল উপজেলা সাগরদিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় দুই হাজার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন জমা দিলেন আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হেকমত সিকদার।
রোববার (১৯ফেব্রুয়ারি) দুপুরে ঘাটাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মহিউদ্দিনের কাছে এ মনোনয়ন পত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিয়া,যুগ্ম-সাধারণ সম্পাদক সয়োয়ার আলম রুবেলসহ উপজেলা আওয়ামী লীগ ও সাগরদিঘী ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগের নেতাকর্মীরা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।