লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে বিশ্বব্যাপী উন্নয়নের ‘রোল মডেল’ হিসেবে বিবেচিত হচ্ছে।
ইতোমধ্যে জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে স্বপ্নের পদ্মা সেতু ও মেট্রোরেল। যা দেশের যোগাযোগ ব্যবস্থাসহ সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
প্রতিমন্ত্রী শুক্রবার বিকালে উপজেলা প্রশাসন আয়োজনে ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে ক্রীড়া সামগ্রী ও বঙ্গবন্ধু বাংলাদেশের প্রতিচ্ছবি বই বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন,কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার অনন্য মাইলফলক হয়ে থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনের সফলতার পথ ধরে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গঠনের পথে দেশ আরও সাহস ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে। এ সময় তিনি উন্নয়ন চলমান রাখতে আগামী নির্বাচনে সকলকে সহযোগীতা করার আহবান জানান।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আশরাফ হোসেনের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম,সহ সভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস,আঃ রাজ্জাক লাল মিয়া,ফরিদ উদ্দিন আহমেদ,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবলীগের সহ সভাপতি মনিরুজ্জামান মনিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।