সেবা ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চালাকপাড়া এলাকায় গাঁজা সেবনের দায়ে দুই মাদক সেবিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলো বকশীগঞ্জ পৌর এলাকার চালাকপাড়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৪৩) ও খান বাহাদুরের ছেলে সুলাইমান (৩৮)।
জামালপুর মাদক দ্রব্য নিয়ন্ত্র অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা সেবনরত অবস্থায় দন্ডপ্রাপ্তদের হাতে নাতে ধরে ফেলে মাদক দ্রব্য নিয়ন্ত্রনের সদস্যরা। পরে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৭দিনের কারাদণ্ড দেওয়া হয়।
বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আতাউর রাব্বী এ দণ্ডাদেশ দেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।