শফিকুল ইসলাম : কুড়িগ্রামের রৌমারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা শাহজাহান মন্ডলের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেল চারটার দিকে রৌমারী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে রৌমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্ত¡রে উপজেলা প্রশাসন ও রৌমারী থানার চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এসময় উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) এবিএম সরোয়ার রাব্বি, রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার, উপ-পরিদর্শক এসআই আনছার আলী বীরমুক্তিযোদ্ধা শাহজাহান মন্ডলকে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।
এতে আরও উপস্থিত ছিলেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ও বীর মুক্তিযোদ্ধা শামছুল আলমসহ সহযোগি মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫।
পারিবারি সূত্রে জানাগেছে, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মন্ডল সকাল ৯ টার দিকে অসুস্থ অবস্থায় সদর ইউনিয়নের নটানপাড়া গ্রামে নিজ বাড়ীতে মৃত্যু বরণ করেন।
তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ১১ নম্বর সেক্টরের হয়ে যুদ্ধ করেছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।