সেবা ডেস্ক : রাজধানীতে ঢাবি’র চারুকলা অনুষদে’র সামনে’র রাস্তা থেকে প্রাইভেট কারে’র নিচে আটকে নীলক্ষেত মোড় পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ায় রুবিনা আক্তারে মৃত্যু’র সেই মর্মান্তিক ঘটনায় গণধোলাইয়ে’র শিকা’র ঘাতক ঢাবি’র সাবেক শিক্ষক আজহা’র ও’রফে জাফ’র শাহ (৫৬) মারা গেছেন।
আজ শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ৩টা’র দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগা’র (কেরানীগঞ্জ) থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেন্দ্রীয় কারাগারে’র কারা’রক্ষী মো. আলআমিন জানান, কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন তিনি। সেখানে অসুস্থ হয়ে পড়লে কারাচিকিৎসকে’র পরামর্শ তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে’র ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তা’র মৃত্যু’র বিষয়টি নিশ্চিত করেছেন।
আজহা’র ঢাকা বিশ্ববিদ্যালয়ে’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে’র সাবেক সহযোগী অধ্যাপক। ২০০৭-২০০৮ সালে’র দিকে নৈতিক স্খলনে’র অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়।
নিহত রুবিনা আক্তারে’র বোনজামাই নুরুল আমিন জানান, তাদে’র বাসা হাজারীবাগে’র সেকশন এলাকায়। ঘনটা’র দিন (গত বছরে’র ২ ডিসেম্ব’র বেলা ৩টা’র দিকে) তেঁজগাও থেকে রুবিনাকে নিয়ে মোট’রসাইকেলযোগে সেকশনে যাচ্ছিলেন। পথে শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে’র চারুকলা অনুষদে’র সামনে’র রাস্তায় প্রাইভেট কা’রটি পেছন থেকে ধাক্কা দেয়। তখন রুবিনা পড়ে গেলে প্রাইভেট কা’রটি তা’র ওপ’র উঠিয়ে দেয়। এতে গাড়ি’র বাম্পারে’র সাথে আটকে যান তিনি। তখন তাকে টেনেহিঁচড়ে প্রায় নীলক্ষেত পর্যন্ত নিয়ে যায় প্রাইভেট কা’রটি’র চালক জাফ’র শাহ। তখন লোকজন তা’র পিছু নেয়। ধাওয়া দিয়ে নীলক্ষেত এলাকায় গিয়ে তা’র গতিরোধ করে গাড়ি’র নিচ থেকে ওই নারীকে বে’র করেন। ঢাকা মেডিক্যালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাকে।
তখন উত্তেজিত লোকজন ওই প্রাইভেট কা’রচালককে গণধোলাই দেয়। পরে পুলিশ উদ্ধা’র করে ঢাকা মেডিক্যালে নিয়ে ভর্তি করায়। প’রবর্তীতে নিহত রুবিনা’র পরিবা’র মামলা দায়ে’র ক’রলে হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তা’র করা হয়। চিকিৎসা শেষে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।