সেবা ডেস্ক : চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে রবিবার সকাল ১০টায় শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জামেয়া গভর্নিং বডির সভাপতি প্রফেসর আবুল মহসিন মো. ইয়াহিয়া খান। আলোচনা করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা ড. এটিএম লিয়াকত আলী, মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন আযহারী, মুফাচ্ছির মাওলানা কাজী মুহাম্মদ ছালেকুর রহমান, মাওলানা মীর মোহাম্মদ আলাউদ্দিন, মাওলানা গোলাম মোস্তফা মুহাম্মদ নুরুন্নবী, মাওলানা মোহাম্মদ ইলিয়াছ আলক্বাদেরী, হাফেজ মাওলানা মুহাম্মদ আনিসুজ্জমান, হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি, হাফেজ মাওলানা সৈয়দ মুহাম্মদ আজিজুর রহমান, মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন চৌধুরী, মুহাম্মদ মনোয়ার হোসাইন চৌধুরী, মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা হাফেয আহমুদুল হক, মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ আবদুল আলীম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, এস এম দিদারুল ইসলাম, মুহাম্মদ আবু তাহের, মুহাম্মদ আবদুর রাজ্জাক, মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার, মাওলানা মুহাম্মদ আতাউর রহমান, মুহাম্মদ মাঈনুল ইসলাম, মাওলানা মোহাম্মদ নাছির উদ্দিন, মাওলানা মুহাম্মদ কফিল উদ্দিন প্রমুখ।
এতে গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগর শাখার সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ ও মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও ছাত্র-অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া- মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা ড. এটিএম লিয়াকত আলী।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।