জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে আরডিআরএস বাংলাদেশ’র ট্রান্স বাউন্ডারী ফ্লাড রেজিলেন্স প্রজেক্ট ইন সাউথ এশিয়া প্রকল্পের লার্ণিং এন্ড শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মিনহাজুল ইসলাম, রংপুর বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ লাইফ এন্ড আর্থ সাইন্সের ডিন ও সহযোগী অধ্যাপক আবু রেজা মো. তৌফিকুল ইসলাম, কুড়িগ্রাম আরডিআরএস’র সমন্বয়কারী তপন কুমার সাহা প্রমুখ।
কর্মশালায় কমিউনিটির সক্ষমতা বৃদ্ধির জন্য প্রকল্পের মাধ্যমে বন্যায় আগাম বার্তার কস্ট বেনিফিট এনালাইসিস করা হয়। আমেরিকান ভিত্তিক ইভানজোলিকেল লুথারান চার্চ ইন আমেরিকার অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রামে ব্রহ্মপূত্র বেসিনে ভারত ও শ্রীলংকার সাথে যৌথভাবে প্রকল্পটি পরিচালনা করছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।