সেবা ডেস্ক : জামালপুর সদর থানাধীন এলাকার ডাক পাড়া এলাকার পিএনজেড ফিলিং স্টেশনের সামনে থেকে মোহম্মদ হাসিব খান নামক এক মাদক কারবারিকে গতকাল সন্ধ্যায় ৫ গ্রাম মরণঘাতি মাদক হেরোইনসহ আটক করেছে র্যাব-১৪ জামালপুর।
আটককৃত মাদক হেরোইনের আনুমানিক মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা।
র্যাব-১৪ জামালপুর জানান, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ জামালপুর জেলার বিভিন্ন এলাকার মাদক সেবিদের নিকট খুচরা ও পাইকারী দামে মাদক ক্রয়/বিক্রয় করে আসছে।
উক্ত বিষয়ে আটক কৃত আসামীর বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।