শফিকুল ইসলাম : রৌমারীতে নদীর পানিতে ডুবে জুলেখা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার বিকালের দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু জুলেখা খেওয়ারচর গ্রামের জামুরুদ্দিনের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, জুলেখা বিকালের দিকে বাড়ির পাশে জিঞ্জিরাম নদীর ঘাটে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে আশেপাশের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায় ডুবে যাওয়া স্থান থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
এ ঘটনায় ওই গ্রামে শোকের মাতম সৃষ্টি হয়েছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার বলেন, পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বৃদ্ধার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।