নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বগুড়ার নন্দীগ্রামে পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার বিকেলে পৌর সদরের বাসস্ট্যান্ডে ক্যাফে এফএনএফ চাইনিজ রেস্টুরেন্টে উপজেলা জাপার আহবায়ক মেহেদী হাসান মাফুর সভাপতিত্বে আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর ৩৭ পাউন্ডের একটি কেক কর্তন করেন নেতারা।
উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব নজরুল ইসলাম দয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শাখার যুগ্ম আহবায়ক জহুরুল হক মাস্টার, জাহাঙ্গীর আলম, যুগ্ম সদস্য সচিব রাসেল মাহমুদ, পৌর জাপার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল আজিজ মাস্টার, উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক আমিনুল ইসলাম জুয়েল, জাপানেতা আবু সাঈদ, রজিব আহমেদ, এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পল্লীবন্ধু এরশাদ বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিষ্ঠা ও উপজেলা ব্যবস্থা বাস্তবায়ন করেছেন। জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে সারাদেশে রাস্তাঘাটসহ সর্বক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শেষ কথা, জিএম কাদেরই তাদের নেতা। পৌর শাখা ও ইউনিয়নসহ তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।