জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সেবা প্রদান বিষয়ে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরণ সভা ৪ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়।
জামালপুর: জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সেবা প্রদান বিষয়ে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরণ সভা ৪ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। |
বিশ্ববিদ্যালয়ের নবাগত ভিসি ড. প্রফেসর কামরুল আলম খান এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
গণিত বিভাগের সহকারি অধ্যাপক ড. মুহম্মদ শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, সহকারি রেজিস্ট্রার ও ফোকাল পয়েন্ট, এপিএ, কৃষিবিদ মোঃ আনিসুজ্জামান প্রমুখ।
সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারি-কর্মকর্তাদের দ্বারা শিক্ষার্থী সাথে সুসম্পর্ক বজায় রেখে নিরলস সেবা প্রদানের উপর গুরুত্বরোপ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।