নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে পর্যায়ক্রমে তিন শতাধিক শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুকুল মিঞা।
উপজেলার দিনমজুর, রিকশা-ভ্যান চালক, নৈশ প্রহরী, প্রতিবন্ধীসহ অসহায় বৃদ্ধদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
গত শনিবার সন্ধ্যায় পৌর সদরের বাসস্ট্যান্ডে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর বারিক, পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, আওয়ামী লীগ নেতা কায়জার আলম, হাফিজুর রহমান হাফিজ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আরাফাত রাজ প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।