শফিকুল ইসলাম : ১০ জানুয়ারী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অপর দিকে রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ড, কৃষি, শিক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভিজিডিসহ বিভিন্ন বিষয় নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এবিএম সরোয়ার রাব্বীর সভাপতিত্বে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন এমপি।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী, রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার, সমাজসেবা কর্মকর্তা মিনহাজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আইবুল ইসলাম।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।