কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার “কাজিপুর প্রেসক্লাব” এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক করতোয়ার কাজিপুর প্রতিনিধি শাহজাহান আলী, দৈনিক কালেরকণ্ঠ’র কাজিপুর উপজেলা প্রতিনিধি আবদুল জলিল সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রহিমকে মনোনীত করা হয়েছে।
রবিবার (৮ জানুয়ারি) দুপুরে কাজিপুর উপজেলা কৃষি অফিস হলরুমে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মৌখিক ভোটে এই কমিটি ঘোষণা করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক আব্দুল মজিদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এর আগে গঠিত তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যসচিব সাংবাদিক আব্দুর রহিম। সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে ঘোষিত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।