জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ছাত্রলীগের পৃথক প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মাঝে হট্রগোল হয়েছে।
৪ জানুয়ারি বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে রাস্তার উপর ঘটনাটি ঘটে।
জানা গেছে, ৪ জানুয়ারি ছিল বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নূর-এ-জান্নাতের নেতৃত্বে রাত ১২টায় ছাত্রী হলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহবায়ক কাওসার আহমেদ স্বাধীন এবং যুগ্ম আহবায়ক ওমর ফারুকের নেতৃত্বে ক্যাম্পাসে র্যালী শেষে আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভায় নবাগত ভিসি ড. প্রফেসর কামরুল আলম খান প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ওদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক অভিমান সরকার, মোস্তাফিজুর রহমান সোহাগ এবং নূর-এ-জান্নাতের নেতৃত্বে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। এ নিয়ে ছাত্রলীগের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। নূর-এ-জান্নাত জানান-ছাত্রলীগের আহবায়ক কাওসার আহমেদ স্বাধীনের লোকজন অভিমান সরকারের উপর হামলা চালায়। আমি ফেরাতে গেলে আমাকেও প্রহার করা হয়। টানটান উত্তেজনা চলাকালে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
ছাত্রলীগের আহবায়ক কাওসার আহমেদ স্বাধীন বলেন-নূর-এ-জান্নাত এক ছাত্রীকে ডেকে নিয়ে শ^াসায়। অভিমান সরকার আরেক শিক্ষার্থীকেও শ^াসিয়েছেন। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা ও কথা কাটাকাটি থামাতে গেলে নূর-এ-জান্নাত তাকে প্রহার করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।