শফিকুল ইসলাম : কুড়িগ্রামের রৌমারীর ছাটকড়াইবাড়ি সীমান্তে সমেস উদ্দিন (৪০) নামের এক গরু ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোররাতে তাকে আটক করা হয়।
দাঁতভাঙ্গা বিজিবি’র কোম্পানী কমান্ডার জানায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় কাটাতারের বেড়া ডিঙ্গিয়ে আড়কির মাধ্যমে গরু পার করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে রাতে দাঁতভাঙ্গা ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে কয়েকজন গরু ব্যবসায়ী পালিয়ে গেলেও ছাটকড়াইবাড়ি সীমান্তের ১০৫৬ নং পিলার হতে বাংলাদেশ অভ্যন্তরে সমেস উদ্দিনকে আটক করা হয়।
আটক যুবক উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ি গ্রামের মজিদ মিয়ার ছেলে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার জানান, বিজিবি কর্তৃক আটক যুবককে থানায় সোপর্দ করেছে এবং মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।