সেবা ডেস্ক : জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কাউসার আহমেদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে জামালপুর পুলিশ।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে জামালপুর পৌরসভার বেলটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার বিকেলে জামালপুর সদর থানায় ধর্ষণচেষ্টার দায়ে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত যুবক জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কোজগড় কায়েতপাড়া এলাকার জহুরুল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি কারখানায় কর্মরত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঘটনার দিন কাউসার কৌশলে কলেজপড়ুয়া ওই মেয়েটির ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় কলেজছাত্রীর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন কাউসারকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে জামালপুর সদর থানার এসআই আলমগীর মুনসুর কাউসারকে আটক করে তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়েরের পর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় আদালতে সোপর্দ করেন।
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।