শামীমুল ইসলাম তালুকদার : জামালপুরের বকশীগঞ্জে খড় কুঠো জ্বালিয়ে শীত নিবারণ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে সওদাগর আলী (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৩ জানুয়ারী) সকাল ৬ টায় মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায় , অসুস্থ সওদাগর আলী শুক্রবার ভোরে নিজ বাড়ির আঙিনায় খড় খুটো জ্বালিয়ে শীত নিবারণ করছিলেন।
এসময় আগুন তার কাপরে লেগে যায়। অসুস্থ থাকায় চিৎকারও করতে পারেন নি। এক পর্যায়ে আগুনে পুড়ে দগ্ধ হয়ে যায় মারা যান সওদাগর আলী।
স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম মঞ্জু ঘটনার স্বীকার করে জানান, তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইজড ছিলেন। অন্যের সাহায্য নিয়ে তাকে চলতে হতো।
সকালে তীব্র শীতে আগুন ধরিয়ে শীত নিবারণের সময় তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যান। পরে দুপুরে তাকে দাফন করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।