উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদক বিক্রি ও সেবনরত অবস্থায় ৪ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকালে পৌরসভার শ্যামলীপাড়া আকবর আলী কলেজ গেট থেকে একজনকে ও চরঘাটিনা মহল্লা থেকে ৩ জনকে গাজা সেবনরত অবস্থায় আটক করে ভ্রাম্যমান আদালত।
আটককৃতরা হলো- উল্লাপাড়া পৌরসভার এনায়েতপুর আদর্শ গ্রাম মহল্লার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে জাহিদ হাসান (২২), চরঘাটিনা মহল্লার মোঃ আব্দুল লতিফের ছেলে শাহীন রেজা (৩১), একই গ্রামের ছাইদার সরকারের ছেলে হাসেম সরকার (৩৫) ও রফিকুল ইসলামের ছেলে সুজন (২৩)।
আটক ৪ আসামির কাছ থেকে ১২ গ্রাম গাজা ও ইয়াবা উদ্ধার করে ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উল্লাপাড়া সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভুমি অফিসের প্রধান কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শফি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।
প্রত্যক আসামিকে নগদ ২'শত টাকা জরিমানা ও দুই মাসের সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।